|
Date: 2024-10-31 15:26:27 |
◾ শিক্ষা ডেস্ক : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘ইংরেজী কলাম বিষয়ক কর্মশালা "Mastering the Craft of English columns: A Guide for Aspiring Writers." (৩১ অক্টোবর, ২০২৪) অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি ইসলামী বিশ্ববিদ্যালয় টিএসসিসি এর দ্বিতীয় তলায় ঐক্যমঞ্চের রুমে আয়োজন করা হয়৷ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টেট ইউনিভার্সিটির প্রভাষক মো: বিল্লাল হোসেন৷
সকাল দশ ঘটিকা থেকে দীর্ঘ তিন ঘন্টাব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে তিনি ইংরেজী কলাম লেখার কলাকৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন প্রশ্ন ও তাদের অভিব্যক্তি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয় ও সঞ্চালনা করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
© Deshchitro 2024