সুন্দরগঞ্জে ২০ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার-১। 


পিন্টু কুমার সরকার 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা   ইউনিয়নের মনমথ সরকার পাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ড্রাইভারের পুত্র মোঃ জুয়েল মিয়ার আম বাগানের উত্তর প্বার্শে মোঃ রহমত উল্লাহ আল- আমিন @ শিপন (২৬) কে ২০ পুরিয়া হেরোইনসহ আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। 

জানা যায় সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেরাজুল হকের নেতৃত্বে, এস.আই. মোঃ আলমগীর কবীর, এ.এস.আই মিলন মিয়া, কং- রবিউল ইসলাম, কং- সোহেল রানা সহ গত ১৯/১১/২২ তারিখে ৯ টা ৩০ মিনিটে সুন্দরগঞ্জ থানাধীন মনমথ সরকার পাড়া গ্রামের একটি আম বাগানের ভেতর থেকে ২০ পুরিয়া হেরোইন সহ শিপন নামের এক যুবককে আটক করা হয়। 

মোঃ রহমত উল্লাহ আল- আমিন @শিপন (২৬) সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহবাজ গ্রামের নজরুল ইসলাম @ভোতরার ছেলে। 

এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি চলছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024