কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার ( ল এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান। তিনি বলেন,গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে ইয়াবা সম্রাট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। জাফর আহমেদ উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ছিল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024