|
Date: 2024-11-01 18:17:04 |
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন বাজারে কালীপূজা উপলক্ষ্যে বিএনপির ও অঙ্গসংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভদ্রাসন বাজার সংলগ্ন সমাবেশে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। শিবচর উপজেলা বিএনপির আহবায়ক জামান কামাল নুরুদ্দীন মোল্লাকে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও অসুস্থতা জনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এর আগে চান্দেরচর বাজারে বিএনপির নেতারা পথসভায় অংশ নেন এবং কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে নুরুদ্দীন মোল্লার পক্ষে আর্থিক উপহার প্রদানট করেন।
এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাজু মোল্লা, শহিদুল ইসলাম, সেলিম খান, বাকাউল খান জামাল বেপারী, মোস্তু মোল্লা, শাহীন গোমস্তা, জামাল শিকদার, জসিম মৃধা, কাজী খোকন, সাইদ মাহমুদ, দাদন মোল্লা সহ আরো অনেকে।
© Deshchitro 2024