|
Date: 2024-11-02 00:45:24 |
পাটকেলঘাটা নবাগত ওসি মইনুদ্দিনের সাথে নির্বাচিত পাটকেলঘাটা প্রেসক্লাবের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবাগত ওসি মইনুদ্দিন এর আমন্ত্রণে জাঁকজমকপূর্ণ চায়ের আড্ডা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের ৩৬ জন সদস্য। এ সময় ওসি সাহেব তার বক্তব্যে মাদক ও অনলাইন জুয়া নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নবাগত ওসি মোহাম্মদ মঈনুদ্দিন ২০০৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে কর্মজীবন শুরু করেন। ছাত্র জীবনে তিনি কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন। অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমি ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সাংবাদিকরা নবাগত ওসিকে সাধুবাদ জানান। গতকাল নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আব্দুল মোমিন, সহ-সভাপতি নাজমুল হক খান, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মুজিবুর রহমান, প্রভাষক ফিরোজ কবির, আব্দুল মতিন, সাধারণ সদস্য শেখ মখফুর রহমান জান্টু, মোহাম্মদ মজনু, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হাসান সহ পাটকেলঘাটা প্রেসক্লাবের ৩৬ জন সদস্য
© Deshchitro 2024