সেইশিন কারাতে ক্লাব বাংলাদেশ কক্সবাজার এর বেল্ট টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের তৃতীয় তলায় উক্ত বেল্ট ও সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকী। তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলির মধ্যে একটি যা আমাদের অবশ্যই শিখতে হবে তা হল নিজের প্রতি আত্মবিশাস বাড়িয়ে তোলা এবং নিজেকে সুরক্ষিত রাখা। সেই সুরক্ষিত আত্নরক্ষার কাজ হচ্ছে কারাতে। কক্সবাজারে কারাতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করতে চলেছে। প্রত্যেক মা-বাবার উচিত কারাতে প্রশিক্ষণে ছেলে-মেয়েদের ভর্তি করে দিয়ে নিজেকে সুরক্ষিত ও প্রশিক্ষিত করে তোলা। অনুষ্ঠানের বিশেষ অতিথি সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী বলেন, প্রত্যেক ছেলে-মেয়েদের উচিত আত্মরক্ষার কৌশল শেখা। কারাতে একটা পরিপূর্ণ খেলা। তবে এই খেলার মাধ্যমে যে কেউ আত্মরক্ষার কৌশল শিখতে পারে বলে আত্মবিশ্বাসও বেড়ে যায়। তাছাড়া নিয়মিত শরীরচর্চা দেহ-মন সুস্থ রাখে। তাই কারাতে কক্সবাজারে এখন ভীষণ প্রিয় হয়ে উঠেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার শাহেদ সালাহ উদ্দিন, ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, আব্দুল গফুর, মামুনুর রশিদ হিরু, সাংবাদিক আমিনুল কবির। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার কারাতে এসোসিয়েশন ও ইউনাইটেড কারাতে ক্লাব এর সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, ইউনাইটেড কারাতে ক্লাব কক্সবাজারের প্রশিক্ষক আয়মান ও লুপি কারাতে একাডেমী রামুর প্রধান প্রশিক্ষক জনি বড়ুয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সেইশিন কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেনসেই জসীম উদ্দিন ও সহকারী প্রশিক্ষক মো. জসিম উদ্দিন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024