আপনি যাকে ভালোবাসেন তাকে সবসম অনুভব করেন। আপনার মনে হবে সে সবসময় আপনার সাথে আছে। তার সাথে কথা না হলে দিন ভালো হবেনা। তার সাথে কথা না বললে আপনার ঘুম ভালো হবেনা। আপনি যাকে ভালোবাসেন তার সবকিছুই আপনার ভালো লাগবে ভালো কীংবা খারাপ। 

সবসময় তার কথাই আপনার মাথায় ঘুরপাক খাবে। তকে নিয়েই শত চিন্তা হবে আপনার। মন থেকে যদি ভালোবাসেন তাহলে অনুভূতিটা এমনই হয়। আপনার মনে হবে আপনার ভালোবাসার মানুষটিকে ছাড়া আপনি অসহায় নানা বাহানায় তার সাথে কথোপকথন করতে মন চাইবে আপনার সারাদিন তাকা একটু দেখার জন্য নানা ধরনের অজুহাত তৈরি হয়ে যাবে তখন। 

বীপরিত মানুষটি আপনাকে ভালোবাসুক আর না বাসুক। তবে আওনার অনুভবে অনুভূতিতে সে সবসময় থেকে যায়। যেটাকে বলে "Magical Bonding" ভালোবাসা অসহায় বটে তবে এর চেয়ে সুন্দর পৃথিবীতে কিছু নেই। আপনি সারাক্ষণ অপেক্ষায় থাকবেন প্রিয় মানুষটির সাথে কথা বলার জন্য আর এ অপেক্ষা পৃথিবীর সকল ধৈর্য কে হার মানিয়ে দেয়। 

এর হয়না কোন ব্যাখা হয়না কোন বিশ্লেষন ভালোবাসা চার অক্ষরের একটি শব্দই নয় শুধু।  যার সাথে জনম জড়ানো থাকে। এর হয়না কোনো ব্যাখা বিশ্লেষন। 

আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে না থাকলেও ছায়ার মত সারাদিন ই আপনার কাছেই ঘুরপাক খায়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024