বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভা শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টীম সদস্য এবং ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ইসলামি আন্দোলন কর্মীদের গুণাবলি বিষয়ের উপর আলোচনা পেশ করেন। শনিবার সকালে চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসা অডিটরিয়ামে পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি, ইউনিট সভাপতি ও সেক্রেটারি, সাবেক সদস্য ও সাথী, ওলামা বিভাগ, শ্রমিক কল্যাণ, বাজার শাখা, শিক্ষক শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024