দ্বীপজেলা ভোলায় পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) ভোলা পৌরসভাস্থ মাছ বাজার, কাঁচা বাজার ও দোকান  মালিক সমিতির অফিসে আলাদা-আলাদাভাবে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বিরোধী আলোচনা সভা এবং মাছবাজার, কাঁচা বাজার ও খালপাড় বোড এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখা।

এসময় পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলার কর্মকর্তাবৃন্দ, যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা এবং পরিবেশ ক্লাব, ভোলা জেলার সদস্যরা। 

এসময় ভোলা জেলার ইলিশা ফেরীঘাটে গ্রীন লাইন লঞ্চ, ক্রিস্টাল ক্রুজ ও কর্ণফুলী-১৪ লঞ্চে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ পরিবহন এবং লঞ্চ পরিস্কার-পরিছন্ন করার সকল ধরনের  বর্জ্য নদীতে না ফেলার জন্য আলাদা আলাদা আলোচনা সভা করে নির্দেশনা প্রদান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ভোলা খেয়াঘাট এলাকায় কর্ণফুলী-৯ লঞ্চ আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। 

এছাড়াও ভোলা সদরে অবস্থিত জননী কুরিয়ার সার্ভিস,  সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এস এ পরিবহন এ পৃথক পৃথক আলোচনা ও জনসচেতনতামূলক লিফলেট বিরতণ করা হয়। 

এসময় জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর পরিবেশ ক্লাব, ভোলা এর সদস্যবৃন্দ। 

পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব তোতা মিয়া বলেন, ভোলা জেলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার পূর্বে জনসচেতনতামূলক ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024