ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম পরিদর্শন করতে নারায়ণগঞ্জ আসেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি গণমাধ্যমের সাথে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। 




তিনি বলেন, ডিজিটাল সার্ভের এতো গল্প শোনা যাচ্ছে। এই ডিজিটাল সার্ভের উপকারিতা কী। নিশ্চয়ই এর পেছনে ব্যাপক অর্থ, সময় ব্যয় হচ্ছে। এতে গ্রামের মানুষের উপকারিতা কী, এমন অনেক প্রশ্ন মানুষের মনে আসছে। আগে গ্রামে জমি মাপতে আমিন সাহেব আসলে সবাই দুশ্চিন্তায় থাকত। সকলের চিন্তা থাকতো জমির আইল ঠিক থাকবে কীনা, আমার জমি আমার নামে থাকবে কীনা বা যার সাথে শত্রুতা তার নামে চলে যাবে কীনা। এই বিপত্তিগুলো থেকে গ্রামে অস্থিরতা হতো, কোন্দল হতো। এই ভোগান্তি দূর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ব্যবস্থা হচ্ছে।




শনিবার (২ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম পরিদর্শন 


শেষে আরও বলেন, 'এসকল ঘটনায় অনেক মামলা হত। সমাজের একটা বড় অংশ ভূমি জরিপের অস্বচ্ছতার কারণে ভেগান্তিতে পড়ত। এটা থেকে চিরতরে পরিত্রাণ পাওয়ার জন্য প্রযুক্তির সাহায্যে সার্ভে হচ্ছে। এর আওতায় ঘরবাড়ি, গাছপালা সব থাকবে এবং এটা সংরক্ষিত থাকবে। ফলে জরিপ নিয়ে যেসকল অস্বচ্ছতা, সেগুলো আর থাকবে না।




তিনি আরও বলেন, আমরা কল সেন্টার চালু করেছি। এর ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মানুষ যেকোনো অভিযোগ করার সুযোগ পাচ্ছে এবং অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন আমরা অনলাইনে বাসায় বসে খতিয়ান পেয়ে যাবো। জমির খাজনাও আমাদের একশ টাকা হলে একশ টাকাই দিতে হবে। এটা নিয়ে অস্বচ্ছতা থাকবে না। যে অভিযোগগুলো আমরা এখন পাচ্ছি এগুলো তখন আর হবে না। এই মূল জরিপের বেনিফিট আমরা পাবো। মামলা কমে যাবে, ফৌজদারী মামলা কমে যাবে। জমির কারণে চাচা-ভাতিজা মামা-ভাগ্নের যে সম্পর্ক নষ্ট হচ্ছে ও ঝগড়া বিবাদ হচ্ছে, এগুলো কমে যাবে। গ্রামের অস্থিরা, সমাজের অস্থিরতা কমে যাবে।




এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও ইডিএলএমএস প্রকল্প পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024