|
Date: 2024-11-02 20:50:20 |
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১৩২৭ জন। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশার প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে প্রতিনিয়ত বেড়েই চলছে।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না পাওয়ার খবর জানা গিয়েছে। রাজধানী ঢাকায় চিকিৎসার জন্য গিয়ে ডেঙ্গুজ্বরে অবস্থার অবনতি হলে মৃত্যুও ঘটেছে।
তবে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৮৪জন।
বর্তমানে নারায়ণগঞ্জ পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড় প্রাপ্ত হয়েছে ১২৪৩জন।
© Deshchitro 2024