কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার আয়োজনে বড়লেখা উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৮ শত শিক্ষার্থী অংশগ্রহন করে। আগামী দুই মাসের ভিতরে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান দায়িত্বশীলরা। 


শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০ ঘটিকা থেকে পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দাসের বাজার উচ্চ বিদ্যালয়, পিসি উচ্চ বিদ্যালয়, সুজাউল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মৌলভীবাজার -১ (বড়লেখা -জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 


কিশোর কন্ঠের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জামায়াতের এ নেতা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার চর্চা তাদেরকে বিভিন্ন অপসংস্কৃতি অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে এসব কার্যক্রম পরিচালনা করে থাকে। 


পরিদর্শনের সময় আরও  উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, ফয়ছল আহমদ,রবিউল ইসলাম সুহেল, ফোরামের জেলা শাখার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024