সুখ পাখি কোথায় আছে?


এই সমতলের বন কুঠরি তে,

দূর পাহাড়ের বিচূর্ণ চূড়ায়, 

কূল হীন বিশালাকার সাগরে,

নাকি অন্তর্জালের অণুগল্পে বন্ধি!


দুঃখ কি ছেয়ে গিয়েছিল আমারে?


এই যেমন হাঁটতে হাটঁতে হারিয়ে যাওয়া,

সবুজের আড়ালে আবডালে থমকে দাঁড়ানো,

দূরের বন-বাদারে অন্যমনস্ক হয়ে ঘুঁঁরে বেড়ানো,

জগত সংসারের মায়া ত্যাগ করে ভবঘুরে যাওয়া।   


সবি কি আমারে ফিরায়ে দিবে-যা আমার না,

অত:পর আমার আমিকে আর খুঁজে পাব না!

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024