|
Date: 2024-11-04 10:31:25 |
দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহাগ হোসেনের অলিখিত রেফে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে হয়রানি করেন ইলিয়াস সিকদার (৩২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা। ইলিয়াস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও পশ্চিম সুবিদখালী গ্রামের খলিল সিকদারের ছেলে।
গত সোমবার অলিখিত ওই রেফটি উদ্ধার ও আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য ইলিয়াস ও তার সহযোগী বাবুর নামে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক সোহাগ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর দুপুর ২ টার দিকে ইলিয়াস সাংবাদিক সোহাগকে ফোন দিয়ে বলে- 'ভাই একটু উপজেলায় আসেন আপনার সাথে জরুরী কথা আছে।' ফোন পেয়ে সোহাগ উপজেলা পরিষদের সামনে গেলে ইলিয়াস ও বাবু বলে, চলেন ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের দোতালায় বসে কথা বলি।ওইখানে যাওয়ার পরে একটি কক্ষে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তারা। এরপর ইলিয়াস বলে- তোর স্ত্রীকে মারধর করায় আলিম মল্লিকদের বিরুদ্ধে যে মামলা করেছিলি সেটা এখন তুলে ফেলতে হবে। এরপরই টেবিলের ওপর একটি অলিখিত রেফে স্বাক্ষর দেওয়ার জন্য হুমকি প্রদান করে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে তারা জোরপূর্বক ওই রেফে স্বাক্ষর রাখে এবং বলে মামলা তুলে না নিলে এই রেফ দিয়ে তোদের বিভিন্নভাবে হয়রানি করা হবে। এই ঘটনা কারও সাথে আলাপ করলে প্রাণনাশেরও হুমকী প্রদান করে তারা।
এবিষয়ে অভিযুক্ত ইলিয়াস সিকদারকে মুঠোফোনে কল করলে, তিনি রেফে জোর করে স্বাক্ষর রাখার বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
© Deshchitro 2024