|
Date: 2024-11-04 11:17:38 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মৌসুমী আমন ধান রোপন শেষ হয়েছে প্রায় ৪০ দিন হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধগতির দিনে বহু টাকা খরচ করে সার-বিষ প্রয়োগ ও আগাছা দমন করে চাষাবাদ করছে কৃষকেরা। চাষও খুব ভাল হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৮০/৯০ দিনের মধ্যে কৃষকের ঘরে আমন ধানের ফসল ওঠার সম্ভাবনা কৃষকের ঘরে। কিন্তু এ অবস্থায় ইঁদুরের দল নির্বিচারে ধানগাছ গুলো কেটে সাবাড় করে দেয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা।
এদিকে উপজেলায় ৩ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে ১১টি জাতের আমন ধানের চাষ হচ্ছে। ৬ ইউনিয়ন বিশিষ্ট এ দ্বীপের লোক সংখ্যা প্রায় ২ লাখ। বছরকে বছর বিভিন্ন দূর্যোগের শিকার হয়ে সাগর গর্ভে বিলীন হয়ে গেছে বহু মানুষের বসত-ভিটা ও ফসলি জমি। তার ওপর জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন বসত-বাড়ি করতে গিয়ে অস্বাভাবিক হারে কমে যাচ্ছে ফসলী জমি। অল্প-স্বল্প জমিতে প্রচুর খাটুনিতে চাষ করায় দেশের অন্যান্য অঞ্চল থেকে ভাল ফলন হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,কলার ডগা কাটা ও গাছের ঢাল কূপে দিলে ইঁদরে কাটা বন্ধ হয়ে যাবে বলে জানানন।
© Deshchitro 2024