সোমবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্যের অবসরজনিত বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষকতা জীবন শেষে গত ১৮ অক্টোবর তারিখে অবসর গ্রহণ করেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি সুপদ কুমার বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, অভিভাবক সদস্য তাপস মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক সঞ্জয় কুমার থান্দার, লিপিকা রায়, বিশাখা রানী, রবিউল ইসলাম, দীনবন্ধু মন্ডল, মোঃ রোকনুজ্জামান, ছাত্রী মোহনা মন্ডল, তনুশ্রী মন্ডল, আঁখি খাতুন প্রমুখ।