মুন্সি শাহাব উদ্দীন।

৪ টা নভেম্বর সোমবার রাত আনুমানিক ৮ টার সময়  চট্রগ্রাম জেলার লোহাগাড়া সদর ইউনিয়নে দোলনায় চড়ে প্রাণ হারাল আব্দুল্লাহ আল নোমান(১৭)  নামে এক কিশোর। নিহত কিশোরের বাড়ী লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানাস্থ নজুমুন্নিসা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডা: খায়ের আহমদ বাপের বাড়ী এবং ঐ এলাকার  আবু বক্করের পুত্র। সে রাজ মেস্ত্রীর সহকারী হিসাবে কাজ করত।

ঘটনার বিবরণে জানা যায়, ৪ঠা নভেম্বর সোমবার ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার দিন। সে উপলক্ষে রাস্তার পাশে খালী জায়গায় মেলা বসে। সেখানে হরেক রকম জিনিস পত্র বেচা বিক্রির পাশাপাশি চড়ার জন্য দোলনা বসানো হয়, তাতে মানুষজন  দোলনাতে চড়ে। অন্যান্যদের মত নিহত কিশোর সেখানে দোলনায় চড়ে  আর  অসাধনতা বশত: স্টিলের দোলনার আঘাত তার মাথায় লাগে। তাতে প্রচুর রক্ত ক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এহেন মৃত্যুতে পরিবারের লোকজন ও এলাকার মানুষ শোকাহত হয়ে পড়ে।ঐ এলাকার বিশিষ্ট সমাজ সেবক এহসান সিকদার এই প্রতিবেদককে জানান, আইনী প্রক্রিয়ার পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে  দাফন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024