ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গিরিধিরপুর গ্রামে। জানা যায় গিরিধরপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাবিবা (৬)স্থানীয় গিরিধিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। সে স্কুল ছুটির পর বাড়ি না যাওয়ার কারনে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে এলাকার কেইলা বিলের পাশে জমির আইলে লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যার বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে  কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024