সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু করা হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ তাদের মতামত তুলে ধরতে পারবেন।


মঙ্গলবার (৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশন (জনসংযোগ কর্মকর্তা) ও জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক মো. সাব্বির মাহমুদ এ তথ্য জানিয়েছেন।


মো. সাব্বির মাহমুদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মঙ্গলবার থেকে চালু হয়েছে। 


http://crc.legislativediv.gov.bd/

সংবিধান সংস্কার কমিশনের এ ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন।


সাব্বির মাহমুদ আরও বলেন, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত প্রদানের সুযোগ রয়েছে।

 

উল্লেখ্য, এ ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি, নোটিশ বোর্ডে এ কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024