|
Date: 2024-11-06 04:25:22 |
"সিন্ডিকেট নিপাত যাক, কৃষক জনতা জিন্দাবাদ" এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আয়োজনে শুরু হয়েছে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয়।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৮ ঘটিকা হতে সিরাজদিখান উপজেলা ভূমি অফিস সংলগ্ন রাস্থার পাশে ভ্রাম্যমান ভাবে ন্যায্যমূল্যে সবজি, পিঁয়াজ ও ভোজ্য তেল বিক্রির এ কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যে ঊর্ধ্বগতি, তা কমিয়ে আনতে আমাদের এই উদ্যোগ। আড়ত থেকে পাইকারি দামে কিনে আনা পন্য সামগ্রী সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
কার্যক্রম চলাকালীন ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জাকারিয়া আহমেদ সাদ, রাতুল হাসান শান্ত, সৌরভ মাঝি, ইয়ামিন শেখ ও জুয়েল শেখ প্রমুখ। তারা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট বিদ্যমান রয়েছে, তার মুলোৎপাটন করতেই এই কার্যক্রম চলমান থাকবে।
© Deshchitro 2024