|
Date: 2024-11-06 09:10:52 |
শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে দুই শত তিয়াত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর ইউএনও ডা.সঞ্জিত দাশ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।
৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৬টি মাদ্রাসা ও ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে নেট সহ ভলিবল ও একটি করে ফলজ,বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ।
© Deshchitro 2024