|
Date: 2022-11-20 15:35:23 |
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রাম ফুলবাড়িয়া। এই গ্রামে পেয়ারা বাগানে সবজি চাষ করে সফল হয়েছে চাষী মোঃ আল্লাম হোসেন। চাষী আল্লাম দীর্ঘ দিন থেকে কৃষি কাজ করলেও এই বার প্রথম তার ২.৫ বিঘা পেয়ারা বাগানে সবজি চাষ করেছে। পেয়ারা বাগানের ফাঁকা যায়গায় পতিত জমিতে বেগুন, ওল, মরিচ, বাধাঁকপি,মাচায় পটল, লাউ চাষ শুরু করেন। পেয়ারা বাগানে সবজি চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন অনেক অনেক চাষী তার এই পেয়ারা বাগানের পতিত জমিতে এতগুলো ফসল চাষ করা যায় তা দেখে বিস্ময় প্রকাশ করেন। তার চাষকৃত সবজিগুলোর মধ্যে বাধাঁকপি, বেগুন, ওল, মরিচ, লাউ উল্লেখযোগ্য।
কথা হয় কৃষক আল্লামের সাথে। তিনি বলেন, দির্ঘ দিন থেকে কৃষি কাজ করলেও এবারই প্রথম উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার এর পরামর্শে পেয়ারা বাগানের পতিত জমির ফাঁকা যায়গায় একই জমিতে বাধাঁকপি,মাচায় পটল, লাউ চাষ করেছি। উৎপাদিত লাউ,পটল,বাধাঁকপি ইতিমধ্যে ট্রাকে করে রাজধানী ঢাকার কাওরন বাজারে বিক্রি শুরু করেছি। এতে করে আর্থিক ভাবে বেশ লাভবান হচ্ছি।
তিনি আরো বলেন, পেয়ারা বাগানের পতিত জমিতে বিভিন্ন ধরনের নিরাপদ ও পুষ্টিকর টাটকা চাষকৃত সবজি তার পরিবারের পুষ্টি চাহিদা পূরন করছে আবার প্রতিবেশিদের পুষ্টির চাহিদা পূরনে সহযোগিতা করা যাচ্ছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, এ গ্রামের কৃষি অনেক উন্নত,আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। শুধু সবজি উৎপাদন করেই শেষ নয়, নিরাপদ সবজি উৎপাদন, পতিত জমির সর্বোত্তম ব্যবহার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আল্লাম। সুষম সার ব্যবহার,জৈব সার, ছাই, জৈব বালাই নাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও রাসায়নিক সারের সীমিত ব্যবহারের মাধ্যমে এখানকার কৃষি এগিয়ে চলেছেন দূর্বার গতিতে।
© Deshchitro 2024