নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। 


তিনি বুধবার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট-বাজার মনিটরিং করেন। সেসময় কুন্দারহাটের মুদির দোকানদার শাহজাহান মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধ করায় সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করেন। 


একই সাথে তিনি পলিথিন ব্যবহার না করার বিষয়ে বিক্রেতাদের সতর্ক করে দেন। এছাড়া নুনদহ (রুপিহার) মেসার্স আকবর অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা রশিদ এর মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024