|
Date: 2024-11-06 13:08:09 |
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া : কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান পালিত হয়েছে। বুধবার(৬নভেম্বর ২০২৪) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুতুবদিয়ার উদ্যোগে জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
উক্ত আলোচনা সভায় কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবীসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইঁদুর আমাদের জাতীয় শত্রু। এক জোড়া ইঁদুর এক বছরে ২ হাজারটি বাচ্চা জন্ম দিতে পারে। বাচ্চা জন্মের ৪৮ ঘন্টার মধ্যে আবারগর্ভধারণ করতে পারে। ইঁদুর বই-পুস্তক, কাপড়-চোপড়, বালিশ, ধান, গম,ভূট্টার ফসল,পানির সেচ নালা, খড়, ব্যাগ ইত্যাদি কেটে নষ্ট করে। বছরে ইঁদুর ৫০ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য নষ্ট করে। ইঁদুর ৬০ ধরনের রোগ চড়াই। তাই ইঁদুর দমনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
© Deshchitro 2024