|
Date: 2024-11-06 15:26:08 |
কদিন যাবৎ শিয়ালের মনটা ভালো নেই
কোথাও একটা বন মোরগ চাই।
আনমনে হাঁটতে গিয়ে পেল কলাবাগান
দূরে দেখতে পেলো ফলের দোকান।
ফল খেয়ে দৌড় দিয়ে খেল এক আছাড়
করেছে আজ সকল খাবার সাবাড়।
গরমে গা ভেজাতে নামলো সরোবরে
কোথা থেকে এক হাতি এসে নিল শূঁড়ে তুলে
হাতির খাবার কলা খাওয়ার মজা টের পেল।
© Deshchitro 2024