মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলী গ্রামের ৪৫ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে সাড়া ফেলেছেন তিন ভাই। এবং পাশাপাশি শতাধিক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন।

চাকরির প্রতিযোগিতার বাজারে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই এলাকাবাসী এবং সচেতন সমাজ।

শিবলু চৌধুরী একটি সিপিং কোম্পানিতে ম্যানেজার হিসাবে কর্মরত থাকায় তার প্রজেক্টের কাজে সহযোগিতা করে এবং সব কিছু দেখা শোনা করে তার দুই ভাই  তাকিরুল ইসলাম তুষার ও তরিকুল ইসলাম তুহিন।
এখানকার কর্মচারীরা বলেন এখানে আমাদের কর্ম সংস্থান হয়ছে। এতে করে আমাদের পরিবার স্বচ্ছলভাবে চলতে পারছে আমরা শ্রমের বিনিময় সঠিক বেতন পাচ্ছি।

গেলাক্সি ড্রাগন বাগানের মালিক শিবলু চৌধুরী বলেন কৃষির প্রতি ভালোবাসা  ও আমার এলাকার মানুষের কর্মসংস্থান কথা ভেবে আমি এ উদ্যোগ নিয়েছি। আমার বাগানের ড্রাগন দেশে ও বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে এর জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে এই বাগান প্রস্তুত করা হচ্ছে এবং এই বর্তমান চাকরির প্রতিযোগিতার বাজারে চাকরির পিছনে না ছুটে উদ্দোক্তা হওয়ার আহব্বান জানান এতে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ কে এগিয়ে নিয়ে  যাওয়া সম্ভব বলে মনে করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024