মরহুম আঃ ছামাদ মীর ওরফে তুতা মীর এর ১৬ তম ওফাত দিবস পালিত। আগামী ১০ই নভেম্বর(রবিবার)এক দিন ব্যাপী বিচার গানের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও চর দৌলতদিয়া, ৯নং ওয়ার্ড, হামিদ মৃধার হাট আব্দুর রহিম সরকারের বাড়ীতে মরহুম আঃ ছামাদ মীর ওরফে তুতা মীর এর ১৬ তম ওফাত দিবস উপলক্ষে এক দিন ব্যাপী বিচার গানের আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন মোছাঃ লাইলী আক্তার, ফরিদপুর বনাম ফকির মোঃ আবুল সরকার, ফরিদপুর। প্রধান ‌অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুলতানুর ইসলাম (মুন্নু মোল্লা), সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গোয়ালন্দ উপজেলা, উদ্বোধন করবেন : হযরত খাজা শাহ্ সুফী স্বাঁধক আঃ হালিম গাজী, আল-চিশতী আল-নিজামি ফকবে নূর (রঃ), পীর সাহেব, ঝিটকা শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শহিদুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গোয়ালন্দ উপজেলা , নাজিরুল ইসলাম তিতাস, সাবেক সদস্য সচিব, গোয়ালন্দ উপজেলা বিএনপি, মুরাদ আল-রেজা, যুগ্ন-আহবায়ক, রাজবাড়ী জেলা যুবদল। আবু বক্কার ছিদ্দিক, আহ্বায়ক, গোয়ালন্দ উপজেলা কৃষক দল, ফারুক দেওয়ান, আহ্বায়ক, গোয়ালন্দ উপজেলা যুব দল, ইয়াহিয়া খান, আহবায়ক, গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবক দল। আবু সাইদ মন্ডল, সদস্য সচিব, গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবক দল, রেজাউল হাসান মিঠু, আহ্বায়ক, গোয়ালন্দ উপজেলা ছাত্রদল, মোঃ কাইয়ুম মোল্লা, যুগ্ন আহবায়ক, গোয়ালন্দ উপজেলা যুবদল, মোঃ মোহন মন্ডল, সাবেক সভাপতি, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি, আইয়ুব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ হালিম ফকির, সাবেক যুগ্ম আহবায়ক, গোয়ালন্দ উপজেলা বিএনপি, ছরো ইসলাম মোল্লা, আহবায়ক, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল, মাইউদ্দিন সরদার, আহবায়ক, দৌলতদিয়া ইউনিয়ন যুবদল, ইদ্রিস শেখ, বিশিষ্ট সমাজসেবক, দৌলতদিয়া, শহিদ পাল, যুগ্ন-আহবায়ক, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দল। মোঃ আঃ গফুর খান, সদস্য ৭নং ওয়ার্ড, দৌলতদিয়া ইউ.পি, সদস্য। ডাঃ রাজু হাসান খান, সাবেক সভাপতি, দৌলতদিয়া ৯নং ওয়ার্ড বিএনপি, মোঃ হারুন অর রশিদ, সদস্য সচিব, দৌলতদিয়া ইউনিয়ন যুবদল, মোঃ আলাল মোল্লা, সহ-সভাপতি, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দল, শহিদুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, দৌলতদিয়া, মোঃ মুক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, চর-দৌলতদিয়া হামিদ মৃধার হাট, মোঃ লিটন মোল্লা, আহ্বায়ক ৯নং ওয়ার্ড, দৌলতদিয়া ইউনিয়ন যুবদল,পরিচালনায় থাকবেন মোঃ হারুন বেপারী, যুগ্ম-আহবায়ক, গোয়ালন্দ উপজেলা কৃষক দল। মোঃ হালিম শেখ, সমাজ সেবক, চর দৌলতদিয়া, হামিদ মৃধার হাট।সার্বিক তত্বাবধানে থাকবেন আব্দুর রহিম সরকার ,মোঃ শওকত জামান সভাপতি গান পরিচালনা কমিটি, ও সভাপতি, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দল।শুভেচ্ছান্তে শেখ ফরিদ আহম্মেদ সাধারণ সম্পাদক গান পরিচালনা কমিটি,ও আহ্বায়ক,দৌলতদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024