|
Date: 2022-11-21 05:36:11 |
ভারতের পুনে-বেঙ্গালুরু সহাসড়কের কাছে নাভালে সেতুতে একটি ট্যাঙ্কারের সঙ্গে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পুনে ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা৷
এনডিটিভি জানিয়েছে, রবিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুনে দমকল বাহিনীর বরাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পুনেতে পুনে-বেঙ্গালুরু মহাসড়কের নাভালে সেতুতে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে যাতে প্রায় ৪৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পুনে দমকল বাহিনী এবং পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (পিএমআরডিএ) থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, একটি ট্যাঙ্কারের ব্রেক ফেল করায় বেশ কয়েকটি গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়। তার ওপর ট্যাঙ্কার উল্টে যাওয়ায় রাস্তায় তেল গড়িয়ে পড়ে। এতে রাস্তা আরও পিচ্ছিল হয়ে পড়লে আরও কিছু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়।
দুর্ঘটনার ফলে মুম্বাই যাওয়ার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নাভালে সেতু। শুক্রবার আউটার রিং রোডে সেতুর কাছে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন।
© Deshchitro 2024