মুন্সি শাহাব উদ্দীন ( বিশেষ প্রতিনিধি)  

চট্রগ্রাম জেলার সাতকানিয়ায় পাথর ভর্তি ট্রাক  এক কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে  প্রাণ  হারায়।  নিহত কিশোরের নাম তামিম হোসেন (১৪)। তার বাড়ী উত্তর ঢেমশায়।   ৮ নভেম্বর শুক্রবার রাত সাত টার সময়  সাতকানিয়া কেরাণী হাটের উত্তর পাশে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ওবাইদিয়া সড়ক নামক এলাকায় ঘটনাটি ঘটে। 

ঘটনার বিবরণে জানা যায়, নিহত কিশোর তামিম হোসেন বাই সাইকেল যোগে মহাসড়ক হয়ে কেরাণী হাটের দিকে রওয়ানা হয়। আর ওবাইদিয়া সড়ক এলাকায় পৌছলে পিছনের দিক থেকে পাথর ভর্তি ঘাতক ট্রাক কিশোর তামিমকে ধাক্কা দেয়। তাতে সে মহাসড়কে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘাতক ট্রাক চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয় জনতা ধাওয়া করে  ঘাতক ট্রাক ও চালককে  আটক করতে সক্ষম হয়। পরে ট্রাক ও চালককে হাইওয়ে  পুলিশের হাতে সোপর্দ করা হয়। তামিমের এমন  মৃত্যুতে তার পরিবার ও এলাকার মানুষ গভীরভাবে শোকাহত। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024