|
Date: 2024-11-09 20:39:15 |
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে গতকাল শুক্রবার থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর কারণ আসামঘেঁষা পশ্চিম মণিপুরের জিরিবাম জেলায় তিন সন্তানের মা এক নারীকে গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরপর শুরু হয়েছে নতুন করে সংঘাত, যার জেরে ওই অঞ্চলে ভস্মীভূত হয়েছে অন্তত ৩০টি বাড়ি এবং অসংখ্য দোকান।
জিরিবাম জেলার পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারী স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন। ওই নারীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
শিক্ষিকা হত্যার ঘটনায় স্বামী জিরিবাম পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রীকে সম্পূর্ণ ‘সশস্ত্র মেইতেই জঙ্গিরা’ ধর্ষণের পর হত্যা করেছে।
জেলার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অগ্নিসংযোগের ফলে ওই নারী মারা গেছেন বলে মনে করা হচ্ছে। তাঁর পোড়া মরদেহ পরিবারের জিম্মায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি আসাম রাজ্যের শিলচরে পাঠানো হবে। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। সেই কারণেও ময়নাতদন্ত করা জরুরি।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আজ শনিবারও বেশ উত্তেজনাপূর্ণ। ঠিক কতগুলো বাড়ি এবং দোকানঘর আগুনে পুড়ে গেছে, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করে আধা সামরিক বাহিনীর সংখ্যা এই অঞ্চলে বাড়ানো হয়েছে।
© Deshchitro 2024