
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বধুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত সংগঠন। যে সংগঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। কিন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির করার কারণে পূর্বের স্বৈরাচার সরকার শেখ হাসিনা নৃশংস ভাবে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর মত আলেমকে দিনের পর দিন জেলে অত্যাচার করে শেষ সময়ে চিকিৎসার নামে হাসপাতালে এনে পরিকল্পিত ভাবে হত্যা করে। ২০০৮ সালে আওয়ামী সরকার গঠনের পরেই দেশে নৈরাজ্য সৃষ্টির এক দৃষ্টান্ত ছিল বিডিয়ার বিদ্রোহ। যা শেখ হাসিনার কারনেই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনাদের হত্যা করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বির্তকিত করে দিয়েছে। বাংলাদেশের মানুষ তাকে দেশে এনে সুষ্ঠু বিচারের আওতায় এনে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যু*দন্ড দেয়ার দাবী জানাচ্ছে।
৮ নং ওয়ার্ড কর্মী ও সুধী সমাবেশ মোঃ এম শহিদুল আলমের সভাপতিত্বে ও মোঃ ইউছুফ পলাশের সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের আমির মোঃ ইউছুফ মেম্বার, সাবেক ছাত্র নেতা ও বনশ্রী থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ মজুমদার, পল্টন থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরাম সভাপতি আ হ ম মেশকাত উদ্দীন সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ জাফর আহমদ শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী, জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন লিটন, চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাদেক, গুনবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল হুদা ভূঁইয়া মানিক, ডাঃ মনজুর আহমদ সাকী, সাবেক ছাত্রনেতা মোঃ মোদ্দাসীর হোসাইন, জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের সাবেক আমির আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিন, মোঃ আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম, মোঃ কফিল উদ্দিন মাহমুদ প্রমুখ।