|
Date: 2024-11-10 05:10:41 |
বঙ্গোপসাগরে ৪ দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রোববার (১০ নভেম্বর) সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
যোগাযোগের এক পর্যায়ে নিখোঁজ ওই জেলেরা জানিয়েছে, তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। এবং বর্তমানে অন্য ট্রলারের সহযোগিতায় কুতুবদিয়া উপকূলের কাছাকাছি চলে আসতেছে।
জেলেদের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে আমাদের কাছে তারা মুঠোফোনে যোগাযোগ করেন। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েছিলেন। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সঙ্গে এতদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিখোঁজ সেই ১৯ জেলে। পরিবারের।
বৃহস্পতিবার (৭ নভেম্বর২০২৪) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাঁশখালী উপজেলার ইসমাইল কোম্পানির মালিকানাধীন ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ জেলেরা জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মোকাররম মাঝি। পরে জয়নাল নামে এক জেলেসহ গুলিবিদ্ধ মোকাররমকে অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হলে চট্টগ্রামের নেওয়া পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিখোঁজ ছিল।
© Deshchitro 2024