ভিটি বাড়ি জবরদখল সহ নানা অভিযোগ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সামছুল আলম ও তার পরিবার।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বৈকুন্ঠ পুর গ্রামের রবিবার বিকেলে শামছুল আলম সাক্ষরিত তার স্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি দীর্ঘ দিন প্রবাসে ছিলাম। গত আওয়ামী সরকারের আমলে বাড়িতে আসার আগে ও পরে আমার পরিবার ও প্রতিবন্ধী কন্যাকে বিভিন্ন সময়ে অত্যাচার করে আসছেন একই বাড়ির নবী উল্লা ও তার পরিবার।

গত ১০ অক্টোবর আমার বসতভিটার পাশে টয়লের নির্মাণ করলে, এতে আমি তাদেরকে মৌখিকভাবে নিষেধ করেও তারা আমার বসতভিটার পাশে টয়লেট নির্মাণ করেন। এতে বিষয়টি স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ ও ফাঁড়ি থানায় অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। এবং বিভিন্ন অপপ্রচারের লিপ্ত রয়েছেন। আমি রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত থাকায়,তারা আওয়ামী'র যুক্ত থাকায়, তাদের শাসনের আমলে আমাকে বিভিন্ন ভাবে হররানি করার চেষ্টা করেন।

এমতাবস্থায় আমি ও আমার পরিবার স্থানীয় সামাজিক ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও ন্যায় বিচার প্রার্থনা করছি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024