বাগেরহাটের মোরেলগঞ্জে" বিদ্যুৎ ও পানির অপচয় রোধ" এ স্লোগানকে সামনে রেখে  উপজলোয় শুরু হয়েছ মোরেলগঞ্জে ৪৪ তন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। 
মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা চত্বরে সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন  বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন । এর আগে একটি র‍্যালি উপজলো পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ১৮টি ষ্টল খোলা হয়েছ। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ-ই-আলম বাচ্চু এর  সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  মো.আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ. জিয়াদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ. জালাল উদ্দীন,  উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী প্রমূখ। এসময় স্থানীয়  জনপ্রতিনিধি, সাংবাদিক ,এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024