বঙ্গোপসাগরে অপহরণ হওয়ার ৪ দিন পর বাড়ি ফিরল কুতুবদিয়ার ১৯ জেলে। রোববার (১০ নভেম্বর) দুুপুরে তারা কুতুবদিয়ায় পৌচেন। এর আগে, সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।যোগাযোগের একপর্যায়ে নিখোঁজ ওই জেলেরা সকালে পরিবারকে জানায়, তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকে তারা সাগরে ভাসছিলেন।

নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সাথে এতোদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানায় জেলেদের পরিবারের সদস্যরা।


গত বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ ১৯ জেলে জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মাঝি। পরে তাকে অন্য একটি ট্রলারে তুলে দেয়া হয়।একপর্যায়ে গুলিবিদ্ধ মাঝিকে দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে সেই ট্রলারে উঠে পড়ে। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল মাঝিকে বহন করা সেই ট্রলারটি চালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান।


বোটের মালিক বাশঁখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ বিকল ফিশিংবোটটি রবিবার বিকাল ৩টার দিকে উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে। এসময় জেলে পরিবারের স্বজনসহ এলাকাবসি ভিড় জমায়। ১৯ জেলের মধ্যে ১৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। ২ জন দক্ষিণ ধুরুং ও ১ জন নোয়াখালী জেলার। সাগর থেকে ফিরে অপহৃত মাঝি-মাল্লারা হলেন গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া),শাহ আলম,(জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো: সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো: আব্বাছ (চাটি পাড়া), মো: কালু (দক্ষিন ধুরুং), সোনা মিয়া ( ফয়জানির পাড়া), মো: রেজাউল (ফরিজ্জার পাড়া), মো: মেহেদী (ফরিজ্জার পাড়া), মো: সাকিব (ফরিজ্জার পাড়া), মো: ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো: নয়ন ( ফরিজ্জার পাড়া), মো: সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান( লক্ষীপুর) ও মো: রুবেল (মশরফ আলী বলির পাড়া,দ: ধুরুং)।

উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। ভোরে খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে বিকালে কুতুবদিয়া পৌছে ১৯ জেলে। তারা ৪/৫ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024