জামালপুরের ইসলামপুরের ইউনিয়ন পরিষদের (ইউপি)  সাবেক এক সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে নাশকতার মামলায়

কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগের ওই চার নেতাকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। 


যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলো, উপজেলার কুলকান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপির সাবেক সদস্য রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের কর্মী বদিউজ্জামান বদি, পৌর যুবলীগের সদস্য মামুনুর রহমান এবং চরগোয়ালিনী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী সভাপতি শফিকুল ইসলাম।



ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের চার নেতাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে লীগ আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024