|
Date: 2024-11-10 23:15:47 |
নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের প্রতিরোধে বিএনপির উদ্যোগে মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল দশটায় শহরের সি এন্ড বি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন নিউ মার্কেট এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, জেলা বিএনপির তাঁত-মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্যা, পৌর শ্রমিক দলের আহবায়ক মো. আখতার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক তারিক, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল, যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৬ বছর জোর করে ক্ষমতায় ছিল। ক্ষমতা কালে তারা দেশের অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। গণতন্ত্রকে ধংশ করে দিয়েছে। মানুষের কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। গুম, খুন, চাঁদাবাজী, লুট, দখলদারিত্ব করে দেশে একটা বাকশাল কায়েম করে রেখেছিল। ৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। অডিও, ভিডিও বার্তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এসময় বিএনপির নেতা-কর্মীরা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, কোন ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে আর জায়গা হবে না। সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সব সময় মাঠে থাকবে।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আঃ সবুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ নাজমুল, সদস্য ওকিল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজিমুজ্জামান চঞ্চল, সহ-সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুবদল নেতা রকিবুল হাসান রাব্বি, ছাত্রদল নেতা ইব্রাহিম মোল্যা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলামসহ প্রমুখ।
© Deshchitro 2024