|
Date: 2022-08-12 09:29:32 |
নিউজ ডেস্ক :
রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মা ও ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক শহিদুল ইসলামের বাড়ি যশোরে। আহত মালতি রানী এবং বিশ্বজিতের বাড়ি নাটোরে।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘রাতে দ্রুতগতির একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক ও যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।’ বাচ্চু মিয়া বলেন, ‘ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।’
© Deshchitro 2024