কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা'র) ফেলে যাওয়া একটি ওয়ান শুটারগান এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে এপিবিএন।


বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।


পুলিশ সুপার বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদে খবর আসে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল ক্যাম্প-১৮ এলাকায় অবস্থান করছে। এ খবরে পুলিশের একটি বিশেষ টিম এফডিএমএন সদস্য শুক্কুরের বসতঘরের সামনে পোঁছালে আরসার লোকজন এসব অস্ত্র রেখে পালিয় যায়। পরে পুলিশের একটি টিম অস্ত্র-গুলি ও গ্রেনেড উদ্ধার করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024