ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হয়।

সোমবার (১১ নভেম্বর) ২০২৪ ইং ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভা শেষে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024