বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার ৮২ বছর আগের দখলি জমির ধান জোরপূর্বক কর্তনের অভিযোগ উঠেছে। নালিশী সম্পত্তির ওপর জমির সরিষা ক্ষেত নষ্ট করা এবং অপর জমিতে জোরপূর্বক ঘর নির্মানেরও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত জাবেদুর রহমানের ছেলে মাকিদুর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া মৌজার বেশকিছু জমি মাকিদুর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন। যা গত ৮২ বছর আগে থেকেই তাদের দখলে রয়েছে এবং জমির দলিল, এস এ খতিয়ান, আর এস খতিয়ান এবং খারিজ খাজনার কাগজপত্র রয়েছে। গত কয়েকদিন আগে জমিজমা সম্পর্কিত একটি অভিযোগের ভিত্তিতে সারিয়াকান্দি থানা তাদের প্রতিপক্ষকে আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করে। তা সত্ত্বেও মঙ্গলবার সকালে একই এলাকার মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়ার (৩২) নেতৃত্বে ২৭ জন নামীয় এবং ১৪০ জন অজ্ঞাতনামা বাহিনী মাকিদুর রহমানের জমি দখল করার জন্য জোরপূর্বক চেষ্টা করে। এ সময় তারা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে জমির পাকা ধান কর্তন করে, সদ্য বেড়ে ওঠা সরিষার ক্ষেতে জোরপূর্বক হালচাষ করে তা নষ্ট করে এবং মাকিদুর রহমানের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে। সেখানে মাকিদুর রহমান বাঁধা দিতে গেলে, তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে।
মাকিদুর রহমান বলেন, আমি জমিতে বাঁধা দিতে গেলে রুবেল মিয়ার লোকজন আমাকে মারধর করে আমার গলায় রামদা ধরিয়ে আমাকে জবাই করার ভয় দেখায়। জমির সকল প্রকার কাগজপত্র আমাদের রয়েছে। আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে রুবেল মিয়া বলেন, আমরা আমাদের দাদির সম্পত্তির ভাগ পাবো। এতদিন ধরে আমরা জমির ভাগ চাইলেও কোনও জমি পাইনি। তাই আমরা আমাদের ভাগের জমিতে অবস্থান নিয়েছি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমরা হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।