|
Date: 2024-11-13 10:16:18 |
বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এরপরে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।
বুধবার সকাল ৮টা ৩২মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৮৭৫ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ৪৯৯ অর্থাৎ সেখানকার বাতাসও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
লাহোরে দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
© Deshchitro 2024