|
Date: 2024-11-13 09:33:05 |
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে উদ্ভূত সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সমাজসেবার বিভিন্ন ভাতাভোগী, স্থানীয় সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণে সমস্যাগুলো তুলে ধরা হয়।
© Deshchitro 2024