ময়মনসিংহ হেলার গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আরকে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল চারটায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবিসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষক ছাত্ররা। আলোচনা সভা শেষে ছাত্রদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সকলেই। এরপরে বার্ষিক পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও  হাসান মারুফ। তিনি বলেন শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে উৎসাহিত করতে এ আয়োজন চমৎকার ভূমিকা রাখবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024