ভালোবাসা একটা চিরস্থায়ী অনুভুতি।  আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা নিজ থেকে বোঝার চেষ্টা করুন। ভালোবাসা পেলে আকরে ধরে রাখুন ছেড়ে যেতে দেবেন না।

ভালোবাসাকে সবসময় প্রকাশ করা যায়না। আপনার নিজ থেকে বুঝতে হবে যে কেউ আপনাকে ভালোবাসে।

আপনাকে যে ভালোবাসে আপনাতেই সে মগ্ন সবসময়। ভালোবাসায় স্বার্থ খুঁজবেন না। যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম নেই।

ভালোবাসা অনুভব করতে শিখুন। ভলোবাসাকে অবহেলা করবেন না কোনদিনও। ভালোবাসা কে অবহেলা করে সুখি জীবন কেউ কাটাতে পারেনা। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা বুঝতে শিখুন। তার ভালোবাসার প্রাধান্য দিতে শিখুন। 

কেউ আপনাকে ভালোবাসে বলেই অনাথের মত সারাক্ষণ আপনার পিছনেই পরে থাকে। 

সারাক্ষণ আপনার সাথেই খুনসুটি আর জ্বালাতন করে। 

ভলোবাসা সবসময় প্রকাশ হয়না। অপ্রকাশিত ভালোবাসাকে বুঝতে হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024