নীলফামারীর কিশোরগঞ্জে কলেজ ছাত্র খালিদ বিন লিশাত হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী,শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ ও
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার স্থানীয় প্রেসক্লাবের সামনে হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও শিক্ষার্থীরা খালিদ বিন লিশাত হত্যার সুষ্ঠু বিচার ও ফাঁসি দাবি করে স্লোগান দেন। উক্ত মানববন্ধনে হত্যাকান্ডের শিকার ছাত্র খালিদ বিন লিশাত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। নিহত খালিদ বিন লিশাত উপজেলার মুশা পাকার মাথা শফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরীগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। 
উল্লেখ, নিহত খালিদ বিন লিশাত গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিল। গত ১২ নভেম্বর সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হয়ে এক গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময়ে তারা লিশাতের মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার করে।এসময়ে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024