আমরা বাংলাদেশ কে ভালোবাসি, তাই আমরা "ইসলামী আন্দোলন বাংলাদেশ" পালাইনি, যারা এ দেশকে লুটপাট করেছে তারা ভারতে পালিয়ে গেছেন। এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি মাওলানা আতাউর রহমান।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে আজিজ সুপার মার্কেট সংলগ্ন শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জয়েন্ট সেক্রেটারি হাসান আহমেদ ও সেক্রেটারি মাওলানা শামসুল আলম এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা শাখার সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মাওলানা আবু বকর সিদ্দিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও নোয়াখালী (উত্তর) জেলা সভাপতি মুফতি মুহাম্মদ আছেম, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহিম ও ইসলামী যুব আন্দোলন সেক্রেটারি নোয়াখালী (উত্তর) জি এম মাহমুদুল হাসান হামিদী প্রমূখ। আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার শাখার বিভিন্ন শ্রেণির  নেতৃবৃন্দ।

বক্তরা গত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ দেশকে আমরা ভালো বাসি, আমরা পালাইনি। আপনারা ও ইসলামের ছায়াতলে আসুন পালাতে হবে না।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024