শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ণকুড়া ইউনিয়নে কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার এ প্রশিক্ষণ প্রদান করেন, রুপনারায়ণকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা রাংসা ও মাঠ সহায়ক পবিত্র ম্রং। তিনি অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার সম্পর্কে ধারণা প্রদান, অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার আদায়ে সমস্যাসমূহ ও তা থেকে উত্তরণের উপায়, অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের সরকারি-বেসরকারি সুযোগ সুবিধাগুলো কী কী? কীভাবে আদায় করা যায়? পিডব্লিউডি বিষয়ক ফোকাল পারসনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণে ২০ জন অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক ফোকাল পারসন ও আত্মনির্ভরশীল দলের সদস্যগণ অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024