সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান(৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম(৪২) মারাত্নক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শ্যামনগর কালিগঞ্জ রোডের খানপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত শাহিনুর রহমান উপজেলার গাবুরা ইউপির গাইন বাড়ীর বারেক গাজীর ছেলে। তিনি পেশায় ভাড়ার মোটরসাইকেল চালক। আহত রবিউল ইসলাম একই ইউপির খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম সাতক্ষীরা যাচ্ছিলেন শাহিনুরের মোটরসাইকেল ভাড়া নিয়ে। এ সময় পাবনা থেকে আসা ফুলঝুরি পরিবহনের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চালক শাহিনুর ও যাত্রী রবিউল মারাত্নক আহত হন। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়। পর উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে পৌঁছাইলে সাতক্ষীরা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর মোল্যা এ বিষয়ে বলেন বাস চালককে আটকের চেষ্টা চলছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024