|
Date: 2024-11-15 09:32:30 |
কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পড়ে এক বিদেশি মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনারপাড়া এলাকার ডেইলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট থেকে জানা যায়, নিহত ড্যানিয়েল পল (৪৯) অস্ট্রেলিয়ার নাগরিক এবং তিনি এক মাসের জন্য একাই বাংলাদেশে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ড্যানিয়েল পল মেরিন ড্রাইভ দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে কক্সবাজার ফিরছিলেন। তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ডেইলপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হবে।
© Deshchitro 2024